করোনা নেগেটিভ হলেন জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার ও কোচ

|

প্রতীকী ছবি।

করোনা নেগেটিভ হয়েছেন জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার এবং কোচ। এরইমধ্যে বাড়ি ফিরে গেছেন তারা।

এর আগে, জিম্বাবুয়ে থেকে ফেরার পর এই দুই নারী ক্রিকেটার প্রথমে করোনা পজেটিভ হন। এরপর জানা যায়, তারা দু’জনই করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত। সাথে এক কোচ করোনা আক্রান্ত হলেও তার ভাইরাস ছিল ডেল্টা ধরনের।

নারী ক্রিকেট দলের সদস্যরা প্রথমে রাজধানীর অভিজাত একটি হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন। এরপর বিজয় দিবসের আগে করোনায় আক্রান্ত দুই ক্রিকেটার ও এক কোচিং স্টাফকে নেয়া হয় রাজধানীর মুগদা হাসপাতালে। ১৪ দিন পর করোনা পরীক্ষায় নেগেটিভ আসে তাদের।

উল্লেখ্য, প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে গত ১ ডিসেম্বর দেশে ফিরে আসে নারী ক্রিকেট দল। এরপর হোটেলে পুরো দলই ছিল ৫ দিনের কোয়ারেন্টাইনে। যখন তাদের বাসায় ফেরার কথা, তখনই আসে দুঃসংবাদ। দু’জন খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। সাথে সাথে পুরো দলকে আবারও নেয়া হয় আইসোলেশনে। তাদের সংস্পর্শে যারা ছিল তাদের সবারই নমুনা পরীক্ষা করা হয়।

আরও পড়ুন: ক্রিসমাসের ছুটি ওমিক্রনের ঝুঁকি বাড়াবে যুক্তরাষ্ট্রে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply