চরভদ্রাসন বাজারে আগুনে পুড়েছে পাঁচটি দোকান

|

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর বাজারে শুক্রবার ভোর পাঁচটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি দোকান ও মালামাল পুড়ে যায়। মালিকদের দাবি, কোটি টাকার ক্ষতি হয়েছে এই অগ্নিকাণ্ডে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষে হাইস্কুল রোড দিয়ে বাড়ি ফেরার পথে একটি সেলুনের মাঝে আগুন দেখতে পান তারা।

পরে বাজারে আগুন লাগার খবর মসজিদের মাইকের মাধ্যমে প্রচার করা হলে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাতে থাকে।

খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষনে পুড়ে যায় একটি সেলুন, একটি ঔষধের দোকন, একটি ইলেকট্রিক দোকান ও দুটি মুদি মনোহারীসহ মোট পাঁচটি দোকান।

তবে স্থানীয়দের প্রচেষ্টায় পাশের দোকান সমুহে আগুন ছড়াতে পারেনি।

ক্ষতিগ্রস্থরা হলেন বিঞ্চু চন্দ্র শীল, আবুল মুন্সি, মো: কামাল শিকদার, আ: রশিদ মোল্যা ও মো: নাসিরউদ্দীন।

ক্ষতিগ্রস্থরা জানান, দোকন ঘর ও মালামাল সহ প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে আগুনের সূত্রপাত হয়েছে বলে বাজার ব্যবসায়ীরা প্রাথমিক ভাবে ধারণা করছেন।

খবর পেয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার ও চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রাসাদ ভক্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্থদের শান্তনা ও সহায়তার আশ্বাস দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply