নেত্রকোণার দুর্গাপুরে শুরু হয়েছে হাজং সম্প্রদায়ের দুই দিনব্যাপী দেউলি উৎসব।
সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে বিরিশিরি এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে এ অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথি হয়ে উৎসবের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য রেমন্ড আরেং, সহকারী কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, একাডেমির সাবেক পরিচালক শরদিন্দু হাজং, বিশ্ববাংলা কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি আসলাম সানি, আদিবাসী লেখক ও গবেষক রেভারেন্ড মনীন্দ্র নাথ মারাক, হাজং মাতা রাশিমণি কল্যাণ ট্রাস্ট্রের কোষাধ্যক্ষ মতিলাল হাজং, হাজং নেতা পল্টন হাজং প্রমুখ।
আলোচনা শেষে বিভিন্ন এলাকা থেকে আগত হাজং সাংস্কৃতিক দল তাদের কৃষ্টি তুলে ধরে ঐতিহাসিক মহিষাসুরবধ পালা পরিবেশন করেন।
/এসএইচ
Leave a reply