পাবনায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ১০

|

আহতদের একাংশ।

পাবনা প্রতিনিধি:

আগামী ২৬ ডিসেম্বর আটঘরিয়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রার্থীর সর্মথকরা স্বতন্ত্র প্রার্থীর সর্মথকদের ব্যাপক মারপিট করেছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২ জনকে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতরা হলেন হাসিুনর রহমান (৩৩) ও আফসার আলী(৩৮)। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার (২০ডিসেম্বর) সন্ধ্যায় আটঘরিয়া বাজারে স্বতস্ত্র প্রার্থীর সর্মথকেরা ‘জগ মার্কায়’ ভোট প্রার্থণা ও গণসংযোগ করছিলেন। এ সময় নৌকার মেয়র প্রার্থীর সর্মথক যুবলীগ নেতা গোলাম মওলা পান্নু ও শ্রমিক লীগ নেতা কামরুল ইসলাম নেতৃত্বে অর্ধশতাধিক লোক লাঠিসোটা, ধারালো অস্ত্র ও জি আই পাইপ নিয়ে স্বতন্ত্র প্রার্থীর সর্মথকদের উপর অর্তকিত হামলা করেন।

এতে স্বতন্ত্র প্রার্থীর সর্মথক হাসিনুর রহমান, আফসার আলী, আমজাদ হোসেন, সবুজ শেখ, মতিউর রহমান, হৃদয় আহত হন।

এ ঘটনায় আটঘরিয়া থানায় মামলায় প্রস্ততি চলছে বলে জানা গেছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply