ওমিক্রনে প্রথম মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র

|

যুক্তরাষ্ট্রে ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথম প্রাণহানীর খবর নিশ্চিত টেক্সাসের স্বাস্থ্য বিভাগ।

ওমিক্রনে প্রথম মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র। ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথমবারের মত কোনো মার্কিন নাগরিকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন টেক্সাসের স্বাস্থ্য কর্মকর্তারা।

সোমবার (২০ ডিসেম্বর) এবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, ওমিক্রনে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ওই ব্যক্তির বয়স পঞ্চাশের মতো। তিনি কোভিড ভ্যাকসিনের কোনো ডোজই নেননি এবং তার শারীরিক অবস্থা ভালো ছিল না। টেক্সাসের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এটিকে ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো নাগরিকের মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের ৭৩ শতাংশই ওমিক্রনে আক্রান্ত।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চলে ওমিক্রনের দ্রুত বর্ধনশীল প্রভাব দেখা যাচ্ছে। দেশটির উত্তর-পশ্চিম, দক্ষিণ ও মধ্য-পশ্চিম অঞ্চলে নতুন করে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের ৯০ শতাংশই আক্রান্ত হয়েছেন ওমিক্রনে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply