করোনায় আক্রান্ত হয়েছেন রাফায়েল নাদাল

|

রাফায়েল নাদাল।

চোট কাটিয়ে লম্বা সময় পর কোর্টে ফিরেই দুঃসংবাদ পেলেন স্প্যানিশ টেনিস কিং রাফায়েল নাদাল। জানা গেছে, আবু ধাবিতে মুবাদালা ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপে খেলে স্পেনে ফিরেই করোনায় আক্রান্ত হয়েছেন রাফা।

সোমবার (২০ ডিসেম্বর) টুইটারে নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান রাফায়েল নাদাল। টুইটে রাফা বলেন, কিছু অস্বস্তিকর মুহূর্ত পার করছি, তবে শিগগিরই ভালো বোধ করবো আশা করি।

কুয়েত ও আবু ধাবিতে থাকার সময়ে প্রতিটি কোভিড পরীক্ষায় তার ফল নেগেটিভ এসেছিল। সবশেষ গত শুক্রবার করানো পরীক্ষার ফলও ছিল নেগেটিভ। দেশে ফিরে করানো পরীক্ষায় ফল আসে পজিটিভ।

পায়ের চোট কাটিয়ে আবু ধাবির এই প্রদর্শনী ইভেন্ট দিয়ে গত অগাস্টের পর এই প্রথমবার কোর্টে ফেরেন নাদাল। সেখানে গত শুক্রবার সেমি-ফাইনালে ব্রিটেনের অ্যান্ডি মারে, এবং পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ডেনিস শাপোভালভের বিপক্ষেও হারেন ক্লে কোর্টের রাজা।

আগামী ১৭ জানুয়ারি অস্ট্রেলিয়ান ওপেনে তিনি খেলবেন কি-না, সে নিশ্চয়তা দিতে পারেননি বর্তমানে র‍্যাঙ্কিংয়ে ছয় নম্বরে থাকা এ তারকা।


/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply