শহিদ মিনারে মুশতারী শফীকে শেষ শ্রদ্ধা

|

বীর মুক্তিযোদ্ধা ও শব্দ সৈনিক মুশতারী শফী। ফাইল ছবি।

কেন্দ্রীয় শহিদ মিনারে বীর মুক্তিযোদ্ধা ও শব্দ সৈনিক মুশতারী শফীর মরদেহে শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।

বুধবার (২২ ডিসেম্বর) মরদেহ চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে এবং চট্টগ্রাম শহিদ মিনারে রাখা হবে। পরে তাকে বন্দর শহরে সমাধিস্থ করা হবে। গতকাল বিকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, শহীদজায়া ও সংগঠক মুশতারী শফী। তিনি কিডনি, রক্তের সংক্রমণসহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন।

ফুসফুসের জটিলতায় গত ২ ডিসেম্বর তাকে চট্টগ্রাম থেকে ঢাকার স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। পরে গত ১৪ ডিসেম্বর তাকে সিএমএইচের আইসিইউতে স্থানান্তর করা হয়।

তিনি এবং তার স্বামী ডা. মোহাম্মদ শফী চট্টগ্রামে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বন্দর শহরের এনায়েত বাজারে তাদের বাসভবনে অনেক স্বাধীনতা সংগ্রামীকে আশ্রয় দিয়েছিলেন এই দম্পতি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply