ওআইসি ও মুসলিম বিশ্বের প্রতি যে আহ্বান জানালেন আফ্রিদি

|

ছবি: সংগৃহীত।

আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সেনা প্রত্যাহার করে নেয়ার পরই দেশটির ক্ষমতা দখল করে তালেবানরা। এরপরই দেশটিতে দেখা দেয় নানান সংকট। যুদ্ধবিধ্বস্ত এ দেশটিতে স্থিতাবস্থা ফেরাতে ও ভঙ্গুর অর্থনৈতিক সমস্যা সমাধানে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনকে (ওআইসি) ভেবে দেখতে বলেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

গত রোববার (১৯ ডিসেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে ওআইসির সম্মেলন। এ সম্মেলনকে স্বাগত জানিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বলেন, পাকিস্তানে ওআইসির সদস্য দেশগুলোকে স্বাগত জানাই। সব দেশ মিলে বিশ্বের মুসলমানদের উন্নয়নের কথা ভাবতে হবে। সেই সঙ্গে আফগানিস্তানের ভাই-বোনেরা যে সমস্যার মধ্যে রয়েছেন সে কথাও আমাদের ভাবতে হবে।

আরও পড়ুন: হলো না ভারত-পাকিস্তান ফাইনাল, সেমিতে হেরেছে দু’দলই

প্রতিবেশী দেশ আফগানিস্তানের অবস্থাকে মানবিক বিপর্যয় বলে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। প্রতিবেশী এ দেশটির সাহায্যে বিশ্বের অন্যান্য দেশগুলোকে এগিয়ে আসার আহ্বানও জানান পাকিস্তানের বিশ্বকাপজয়ী এ অধিনায়ক।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply