ভারত সিরিজ থেকে ছিটকে গেলেন নরকিয়া

|

আনরিখ নরকিয়া। ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন প্রোটিয়া ফাস্ট বোলার আনরিখ নরকিয়া। নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর মাঠে নামেননি তিনি। হিপ ইনজুরি থেকে সেরে উঠতে বিশ্রামে থেকেও খুব একটা লাভ হয়নি এই পেসারের।

পুরনো চোট না সারার কারণে ৩ ম্যাচ টেস্ট সিরিজের একটিতেও খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার এই গতি তারকা। তার বদলে অন্য কাউকে দলে আনা হয়নি। এমনটাই জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট। আগামী জানুয়ারির মাঝামাঝিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেই ফিরতে পারবেন নরকিয়া, এমন আশা ক্রিকেট সাউথ আফ্রিকার প্রধান মেডিকেল অফিসার শুয়াইব মাঞ্জরার। এ বছর আইপিএলে দিল্লী ক্যাপিটালসের হয়ে ১২ টি উইকেট নিয়েছিলেন ফর্মের তুঙ্গে থাকা নরকিয়া। এছাড়া এ বছর টেস্টে দক্ষিন আফ্রিকার হয়ে সর্বোচ্চ ২৫ উইকেট নিয়েছেন এই ফাস্ট বোলার।

এছাড়া ইনজুরির আঘাত রয়েছে ভারতীয় শিবিরেও। চোটের কারণে দলে নেই রোহিত শর্মা , রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং শুবমান গিল। ২৬ ডিসেম্বর শুরু হবে ৩ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি।

আরও পড়ুন: বাটলারের ২০৭ বলে ২৬, আমলার ইনিংস আরও ধীরগতির


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply