‘অধিনায়ক হিসেবে বাবরের চেয়ে রিজওয়ান ভালো’

|

ছবি: সংগৃহীত।

বর্তমানে পাকিস্তানের সব ফরম্যাটেই অধিনায়কত্ব করছেন বাবর আজম। তার অধীনে সাফল্যও পাচ্ছে দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হারলেও এর পরের দুই সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে। তবে বাবরের চেয়ে অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানকেই বেশি পছন্দ দলটির পেসার শাহীনশাহ আফ্রিদির।

পাকিস্তানের গণমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’-কে দেয়া এক সাক্ষাৎকারে শাহীন বলেন, রিজওয়ানের ব্যক্তিত্ব আমার পছন্দের। তার সাথেই ঘরোয়া ক্রিকেটে খেলা শুরু করেছি। আমার চোখে সে-ই সেরা। তবে জাতীয় দলে বাবরের কাজও অসাধারণ। তাকে আমি দুই নম্বরে রাখবো।’

তবে ব্যাটসম্যান হিসেবে বাবরকেই সবার সেরা মানেন শাহীন। বলেন, ‘বাবর আজম আমার সবচেয়ে পছন্দের ব্যাটসম্যান। জাতীয় দল নিয়ে তার অসাধারণ কাজের জন্যই আমরা দল হিসেবে নতুন নতুন উচ্চতার দেখা পাচ্ছি।

আরও পড়ুন: বিসিএল দিয়ে ক্রিকেটে ফিরবেন তামিম ও মোস্তাফিজ

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে এখনও পর্যন্ত ৮৮ ম্যাচ খেলেছেন শাহীন। যেখানে বাবরের অধীনে খেলেছেন সর্বোচ্চ ৪৩ ম্যাচ। এছাড়া সরফরাজের অধীনে খেলেছেন ২৮ ম্যাচ। আর রিজওয়ানের অধিনায়কত্বে খেলেছেন মাত্র ২ ম্যাচ।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply