ইসি গঠন নিয়ে জাসদের সাথে রাষ্ট্রপতির সংলাপ আজ

|

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ফাইল ছবি।

নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের অংশ হিসেবে বুধবার (২২ ডিসেম্বর) জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাথে বসবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক জাসদ। দলের সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে সংলাপে অংশ নেবে। নির্বাচন কমিশন গঠনে সংবিধানের আলোকে আইন প্রণয়নের ওপরই তারা গুরুত্ব দেবে বলে আভাস পাওয়া গেছে।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে আরসা’র উপস্থিতি, কার্যকর উদ্যোগ নিতে জাতিসংঘের তাগিদ

কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। আগের দু’বারের মতো এবারও নতুন ইসি গঠনে আলোচনা করে পরামর্শ নেওয়ার জন্য রাষ্ট্রপতি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানাচ্ছেন।

তবে বিএনপি এই আলোচনাকে ভালোভাবে নিচ্ছে না। এ নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের আমন্ত্রণ এখন পর্যন্ত পায়নি বিএনপি, চিঠি পেলে ভেবে দেখবে দল।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply