দু’দিনে লিবিয়ায় নৌকাডুবিতে নিহত প্রায় ২০০ অভিবাসনপ্রার্থী

|

ছবি: সংগৃহীত।

লিবিয়া উপকূলে পৃথক দুটি নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৬২ অভিবাসনপ্রার্থী। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম।

সংস্থাটির মুখপাত্র সাফা মেসলি বলেন, গত শুক্রবার (১৭ ডিসেম্বর) লিবিয়ার কাছে একটি যাত্রীবোঝাই কাঠের নৌকা ডুবে গেলে ১০২ জনের মৃত্যু হয়। দুর্ঘটনাস্থল থেকে ৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। এরপর দ্বিতীয় দুর্ঘটনা হয় পরদিন শনিবার। অবৈধ অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হলে, এক পর্যায়ে ডুবে যায়। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামেন সংশ্লিষ্টরা। ঘটনাস্থল থেকে ৬২ জনের মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে হু হু করে বাড়ছে ওমিক্রন, একগুচ্ছ পদক্ষেপ নিলো সরকার

আইওএম আরও জানায়, সেদিন লিবিয়ায় আরও একটি অভিবাসনপ্রত্যাশী নৌকাডুবি হয়। জীবিত উদ্ধার হন কমপক্ষে ২১০ জন। সংস্থাটির তথ্য অনুসারে, চলতি বছর ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়েছেন সাড়ে ৩১ হাজারের বেশি অভিবাসনপ্রার্থী।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply