এনএসইউ’র সিন্ডিকেট ভেঙে দিয়ে অনিয়মে জড়িতদের গ্রেফতারের দাবি

|

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ভেঙে দিয়ে অনিয়ম-দুর্নীতর সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন। বুধবার সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

এতে বক্তারা বলেন, এরইমধ্যে দুর্নীতির সাথে জড়িতদের বিষয়ে তদন্ত করেছে দুদক। তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করার দাবি জানান তারা। ট্রাস্ট্রি বোর্ডের সদস্য আজিম উদ্দিন আহমেদ, এম এ কাসেম, রেহানা রহমান, মোহ শাহজাহান ও বেনজীরের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জঙ্গি কার্যক্রমে অর্থয়নের অভিযোগ আনেন মানববন্ধনকারীরা।

মানবন্ধনে বক্তারা জানান, তারা প্রভাশালী হওয়ায় তদন্তে যেন কোনো প্রভাব খাটাতে না পারে, এজন্য সংশ্লিষ্টদের সজাগ থাকতে হবে। বিশ্ববিদ্যালয়টি সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ট্রাস্ট্রি বোর্ড পুনর্গঠনের দাবি জানান তারা। পাশাপাশি দুর্নীতির সাথে জড়িতদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়ার দাবিও করা হয় এতে। সরকারের দায়িত্বশীল পর্যায়ের মনিটরিংয়ের পাশাপাশি প্রয়োজনে প্রধানমন্ত্রীর হ্স্তক্ষেপ কামনা করেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply