ডাকডাকগো’র ডেস্কটপ সংস্করণ আসছে, ব্যবহারকারী নজরদারি মুক্ত থাকবেন

|

স্মার্টফোন ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় ভালো পরিচিতি রয়েছে ডাকডাকগো’র। ব্রাউজারটির নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ব্রাউজারের ডেস্কটপ সংস্করণ তৈরির কাজ চলছে।

নির্মাতা প্রতিষ্ঠান দাবি করছে, এই ব্রাউজারের মাধ্যমে ব্যবহারকারী ইন্টারেনেট দুনিয়ায় নজরদারি রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে মুক্ত থাকবেন।

সম্প্রতি এক ব্লগ পোস্টে ডাকডাকগো ডেস্কটপ ব্রাউজার অ্যাপের কয়েকটি স্ক্রিনশট দেখিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যাব্রিয়েল ওয়েইনবার্গ।

ওয়েইনবার্গ জানিয়েছেন, ব্যবহারকারীর গোপনীয়তা বজায় রাখতে ডেস্কটপ ব্রাউজারে ‘কঠোর নিরাপত্তা’ ডিফল্ট ফিচার হিসেবে থাকবে। মোবাইল অ্যাপের মতো ডেস্কটপ সংস্করণেও থাকবে ‘ফায়ার’ বাটন। যা এক ক্লিকেই মুছে দেবে ব্রাউজারের ইতিহাস, খুলে রাখা ট্যাবস এবং জমিয়ে রাখা ডেটা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply