ভোলা প্রতিনিধি:
ভোলা সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের ১০ নেতাকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) এক বর্ধিত সভায় গঠনতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক তাদেরকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছেন সদর উপজেলা আওয়ামী লীগ। তাদের এ বহিষ্কারাদেশ প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার।
আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, পশ্চিম ইলিশা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, পশ্চিম ইলিশা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নুরনবী মাস্টার, রাজাপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক মিঠু চৌধুরী, পূর্ব ইলিশা ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মিয়া মো. সিরাজ উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক আনোয়ার হোসেন ছোটন, ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক-২ আনোয়ার হোসেন, শিবপুর ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-৩ সিরাজুল ইসলাম রাকিব এবং শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. সেলিম, ভেদুরিয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক-১ মোসলেহ উদ্দিন পাটোয়ারী ও উত্তর দিঘলদী ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য তাজুল ইসলাম হাওলাদার।
পড়ুন: সংলাপের নামে ছাগল খোঁজা হচ্ছে: মির্জা আব্বাস
ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম বলেন, সদর উপজেলার ১২ ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের একাধিকবার দলের পক্ষ থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের অনুরোধ করা হয়। এরপরও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেনি। তাই তাদের বিরুদ্ধে গঠনতন্ত্রেও ৪৭ ধারা মোতাবেক দলের সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের জন্য বিধি মোতাবেক এ ব্যবস্থা নেয়া হয়েছে। তবে দল থেকে বহিষ্কারের আগেই সদর উপজেলার ৫ ইউনিয়নের ৬ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ভোলা সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য সোমবার (২০ ডিসেম্বর) চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই মিছিল-মিটিংয়ে মুখরিত হয়ে উঠেছে পুরো উপজেলা। এখন পুরোদমে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
পড়ুন: খালেদা জিয়ার চিকিৎসা দাবির আন্দোলন সরকার পতনে রূপ নেবে: গয়েশ্বর
Leave a reply