ভোলায় ২ মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৩০

|

ভোলা প্রতিনিধি:

ভোলা উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের নারীসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ২২ জন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার( ২২ ডিসেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন এর ৭নং ওয়ার্ড লালস্কুল সংলগ্ন এলাকায় সংঘর্ষে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড লাল স্কুল সংলগ্ন টিউবওয়েল প্রতীকের মেম্বার প্রার্থীর নুরুল ইসলামের নির্বাচনী কার্যালয়ের সামনে দিয়ে তার প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিক ফ্যান প্রতীকের মেম্বার প্রার্থী সিরাজ গোলদার এর সমর্থকরা নির্বাচনী মিছিল নিয়ে যাচ্ছিলেন। এসময় মেম্বার প্রার্থী সিরাজ গোলদারের সমর্থকরা নুরুল ইসলামের নির্বাচনী কার্যালয়ের পাশে বিভিন্ন স্লোগান দিতে থাকে। একপর্যায়ে দুই পক্ষের সমর্থকদের মাঝে কথা কাটাকাটি হয়, এবং তা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। এতে টিউবওয়েল প্রতীকের ২০ জন সমর্থক ও বৈদ্যুতিক ফ্যান প্রতীকের ৭ জন গুরুতর আহত হয়েছেন। তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে টিউবওয়েল প্রতীকের মেম্বার প্রার্থী নুরুল ইসলাম বলেন, আমার প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিক ফ্যান প্রতীকের মেম্বার প্রার্থীর মাঠে ভোট নেই ২০ শতাংশ। তিনি গত নির্বাচনেও আমার কর্মী সমর্থকদের ওপর হামলা চালিয়েছে এই নির্বাচনেও একই রূপ ধারণ করছেন। সে আমার কর্মীদের নানাভাবে হুমকি দিয়ে আসছে। নির্বাচন করলে আমার কর্মীদের পা ভেঙ্গে দিবে।

এদিকে অভিযুক্ত বৈদ্যুতিক ফ্যান প্রতীকের মেম্বার প্রার্থী সিরাজ গোলদারের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়, তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আর ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে। দুই পক্ষ থেকেই মোবাইল ফোনে পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply