বিচারপতির ছেলের গাড়িচাপায় আহত পুলিশ সার্জেন্ট মহুয়া হাজং এর বাবার চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। অনুদান প্রদানকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে আর্থিক অনুদান হিসেবে নগদ ৮ লাখ ৪২ হাজার ২০০ টাকা সার্জেন্ট মহুয়া হাজং এর হাতে তুলে দেন ডিএমপি কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)।
উল্লেখ্য, রাজধানীর বিমানবন্দর সড়কের চেয়ারম্যানবাড়ি এলাকায় গত ২ ডিসেম্বর ২০২১ বিচারপতির ছেলে সাইদ হাসান বেপরোয়া গতিতে বিএমডব্লিউ প্রাইভেটকার চাপা দেয়ায় গুরুতর আহত হন পুলিশের সার্জেন্ট মহুয়া হাজংয়ের বাবা মনোরঞ্জন হাজং। বর্তমানে তিনি রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সার্জেন্ট মহুয়া হাজং বর্তমানে ট্রাফিক লালবাগ বিভাগে কর্মরত আছেন।
আরও পড়ুন: পহেলা জানুয়ারি বই উৎসব হবে না: শিক্ষামন্ত্রী
এই ঘটনায় বাবাকে গাড়ি চাপা দেয়ার অভিযোগ দিলে সেই মামলা নিতে চাননি পুলিশ কর্মকর্তারা। ১৪ দিন পর মামলার এজাহার থেকে বিচারপতির ছেলে ও তার বন্ধুদের নাম বাদ দিয়ে অজ্ঞাত আসামি করে মামলা নেয় পুলিশ। সার্জেন্ট মহুয়ার মামলা নেয়ার দুদিন আগেই আহত মনোরঞ্জনের বিরুদ্ধে বনানী থানায় জিডি করে বিচারপতি ছেলে সাঈদ হাসান। সাঈদ যেদিন জিডির কাগজ জমা দেয় ওই দিনই তার রেকর্ড করে বনানী থানা। অথচ নিজের সহকর্মীর মামলা ১৪ দিন পরে নেয় থানা পুলিশ।
Leave a reply