আইপিএলের আগামী আসরের জন্য কোচিং স্টাফে বড় রদবদল আনছে সানরাইজার্স হায়দ্রবাদ। ব্যাটিং কোচ হিসেবে ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারাকে যুক্ত করেছে ফ্রাঞ্জাইজিটি।
আইপেলের গেল আসরে মাত্র তিন ম্যাচ জিতেছে হায়দ্রবাদ। ৫২ বছর বয়সী লারাকে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে হায়দ্রবাদ। দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার ডেল স্টেইন যোগ দিয়েছেন পেস বোলিং কোচ হিসেবে। ট্রেভর বেলিসের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির চুক্তি বাতিল করে আবারও টম মুডিকে হেড কোচের দায়িত্ব দিয়েছে দলটি। সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান সাইমন ক্যাটিচকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে হায়দ্রবাদ। সাবেক ভারতীয় ব্যাটসম্যান হেমাং বাদানি হয়েছেন ফিল্ডিং কোচ।
Leave a reply