কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূল অভিযুক্তদের কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে, গতরাতে আশিক, জয়, হোটেল ম্যানেজার রিয়াজসহ ৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৩ জনকে আসামি করে মামলা করেন নির্যাতনের শিকার নারীর স্বামী। হোটেল ম্যানেজার জিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার বিকেলে সৈকতের লাবনী পয়েন্টে বেড়াতে গিয়ে অপরিচিত এক যুবকের সাথে ধাক্কা লাগে নির্যাতনের শিকার নারীর স্বামীর। এ নিয়ে কথা কাটাকাটির জেরে সন্ধ্যায় পর্যটন গলফ মাঠের সামনে থেকে স্বামী ও সন্তানকে সিএনজি অটোরিকশায় কোরে তুলে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি। এসময় আরেক সিএনজিতে জোর কোরে ঐ নারীকে তুলে নেয় তিন যুবক। পরে একটি ঝুপড়ি চায়ের দোকানের পেছনে নিয়ে তাকে ধর্ষণ করে ঐ তিনজন। পরে তাকে নেয়া হয় জিয়া গেস্ট ইন হোটেলে। সেখানে নিয়ে আরেক দফা ধর্ষণ করা হয় তাকে। পরে র্যাব এসে তাকে উদ্ধার করে।
Leave a reply