লাইসেন্সবিহীন অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে আগামী ২৭ ডিসেম্বর। দেশটির এক গোপন সূত্রের বরাত দিয়ে এ কথা জানায় বার্তা সংস্থা রয়টার্স।
এ মামলায় সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে এ নেত্রীর। সোমবার (২০ ডিসেম্বর) এ মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু কোন ধরনের ব্যাখ্যা ছাড়াই সেদিন রায় ঘোষণা স্থগিত করেন আদালত। তার বিরুদ্ধে ভোট জালিয়াতি, দুর্নীতি, সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘন এবং লাইসেন্সবিহীন ওয়াকিটকি রাখার ১১টি মামলা রয়েছে। যদিও প্রথম থেকেই সব অভিযোগ অস্বীকার করছেন সু চি।
অভিযোগগুলো আদালতে প্রমাণিত হলে ৭৬ বছরের রাজনীতিককে ভোগ করতে হবে যাবজ্জীবন কারাদণ্ড। এর আগে করোনা বিধিনিষেধ অমান্য করায় ৪ বছরের কারাদণ্ড দেয়া হয়ে এ নেত্রীকে। পরবর্তীতে সেই সাজা কমিয়ে দুই বছর করার সিদ্ধান্ত নেন সেনাপ্রধান।
Leave a reply