কুমিল্লায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৭

|

ছবি: সংগৃহীত

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লায় বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষের ঘটনায় কাভার্ডভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের চন্দনা বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ওসি মাকসুদুল হাসান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে ঢাকামুখী যাত্রীবাহী হিমাচল বাসের সাথে নোয়াখালীগামী কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় কাভার্ডভ্যান চালক ঘটনাস্থলেই মারা যান।

এদিকে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহত ৭ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। তবে নিহত কাভার্ডভ্যান চালকের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের ধারণা ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply