নাটোরে বজ্রপাতে আহত ৯

|

স্টাফ রিপোর্টার, নাটোর

নাটোরের গুরুদাসপুরে বজ্রপাতে দুই নারীসহ ৯জন আহত হয়েছে। এরমধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে।

আহতরা হলো, উপজেলার মশিন্দা মাঝপাড়া গ্রামের নিলুফা বেগম(৪০), সাহাপুরের আয়েতুন (৬০), বিলহরিবাড়ী গ্রামের আইগরী (৪৫), জগিন্দনগর গ্রামের হাবিবুর (৩০), শরিফুল (২৪), কালাম(৪৫), বাবলু(২৮), সাড্ডাক (৫০) এবং খ্বুজীপুরের আফছার (৪০)।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে নাটোরের গুরুদাসপুরের বিভিন্ন এলাকায় ঝড়, শিলাবৃষ্টি হয়। এসময় বজ্রপাত হলে উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা মাঝপাড়া গ্রামের নিলুফা বেগম ও খুবজীপুর গ্রামের আফছার নিজ বাড়ীর বারান্দায় বসে থাকা অবস্থায় বজ্রপাতের কবলে পড়ে গুরুতর আহত হন।

অন্যদিকে, একই সময় বিয়াঘাট ইউনিয়নের জগিন্দনগর গ্রামের একটি মাঠে কাজ করছিল কয়েকজন শ্রমিক। কিন্তু বজ্রপাত শুরু হলে একই গ্রামে স্লুইস গেট এলাকায় রসুন বহনের জন্য দাঁড়িয়ে থাকা ট্রলির নিচে আশ্রয় নেন তারা। তবে শেষ রক্ষা হয়নি। বজ্রপাতের কবলে পড়ে তারাও আহত হন।

পরে স্থানীয়রা নিলুফা বেগমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply