যুক্তরাষ্ট্রে করোনা চিকিৎসায় মার্ক অ্যান্ড কোংয়ের মলন্যুপিরাভির সেবনের অনুমোদন

|

ছবি: সংগৃহীত

করোনা চিকিৎসায় ফাইজারের পর এবার মার্ক অ্যান্ড কোংয়ের মুখে খাওয়ার ওষুধ ব্যবহারে অনুমোদন দিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা- এফডিএ। বৃহস্পতিবার আসে এ ঘোষণা।

গবেষণার ফলাফল বলছে, হাসপাতালে যাওয়ার প্রয়োজনীয়তা বা মৃত্যুঝুঁকি ৩০ শতাংশ পর্যন্ত কমাতে পারে অ্যান্টিভাইরাল মলন্যুপিরাভির। এফডিএ জানিয়েছে, হালকা থেকে গুরুতর অসুস্থ প্রাপ্তবয়স্করা ব্যবহার করতে পারবে ওষুধটি। হাড় বৃদ্ধি বাধাগ্রস্ত করার আশঙ্কা থাকায় ১৮ বছরের কম বয়সীদের ওষুধটি ব্যবহার না করার নির্দেশনা দেয়া হয়েছে। মার্কের সাথে ৫০ লাখ কোর্স ওষুধ কেনার চুক্তি করেছে মার্কিন সরকার। প্রতি কোর্সের দাম পড়বে ৭শ’ ডলার।

একদিন আগেই করোনা চিকিৎসায় ফাইজারের অ্যান্টিভাইরাল প্যাক্সলোভিড ব্যবহারের অনুমোদন দেয় মার্কিন প্রশাসন। ১২ বছরের ঊর্ধ্বে করোনা আক্রান্তরা সেবন করতে পারবে এটি। গুরুতর অবস্থা বা হাসপাতালে যাওয়ার প্রয়োজনীয়তা ঠেকাতে ৯০ শতাংশ কার্যকর ফাইজারের ওষুধ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply