মৌসুমেও চড়া চট্টগ্রামের শীতের সবজির বাজার

|

চট্টগ্রামে ভরা মৌসুমেও চড়া শীতকালীন সবজির বাজার। পর্যাপ্ত সরবরাহের পরও কমছে না দাম। ভোজ্যতেল, ডিম আর মাছ মাংসের বাজারও অস্থির। বাজারে গিয়ে হিসেব মেলাতে পারছেন না মধ্য ও নিম্নবিত্তরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বাজার তদারকির অভাব এবং সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন তারা।

শুরু থেকেই চট্টগ্রামের কাঁচাবাজারে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে নতুন আসা সবজি কিনতে গিয়ে এক প্রকার হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্তরা।

সবজির পাশাপাশি ভোজ্যতেল, ডিম আর মাংসের বাজারও চড়া। গত সপ্তাহের তুলনায় কেজিতে ৫০ টাকা বেড়েছে খাসির মাংসের দাম। সে তুলনায় মুরগির মাংসের দাম কিছুটা স্থিতিশীল। দেশি এবং সামুদ্রিক মাছে বাজার এখন ভরপুর। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে।

অন্যদিকে, ভোজ্যতেলের বাজার মানেই এখন হতাশা আর ক্ষোভ। এখনও গড়ে দেড়শ টাকা লিটার দরে কিনতে হচ্ছে বোতলজাত সয়াবিন। তাছাড়া, অভিযোগ উঠছে, গ্রীষ্মকালে সয়াবিনের নামে পাম অয়েল বিক্রি করে উৎপাদকরা! প্রতিবেদনটি পড়ুন এখানে

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply