ভারতে ওমিক্রন সংক্রমিত শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৩ জনে। এরমধ্যে শতাধিক শনাক্ত হয়েছে শুধু মহারাষ্ট্রেই। তারই পরিপ্রেক্ষিতে রাজ্যটিতে নতুন করে নেয়া হয়েছে কড়াকড়ি। ৫ জনের বেশি কোনো স্থানে একত্রিত হতে পারবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
এছাড়া হোটেল-রেস্তোরা এবং শপিংমলগুলোতে ধারণ ক্ষমতার ৫০ শতাংশের বেশি প্রবেশ করতে পারবে না। আহমেদনগরসহ একাধিক জেলায়, যারা এখনও টিকা নেননি তাদের পাবলিক প্লেস এবং জনসমাগমে যেতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। উত্তরপ্রদেশে জারি হয়েছে রাত্রিকালীন কারফিউ। কড়াকড়ি আরোপ হয়েছে মধ্য প্রদেশেও।
শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন শনাক্ত আগের দিনের চেয়ে প্রায় ৩ গুণ বেশি। রাজধানী দিল্লি এবং পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ওমিক্রন শনাক্তের তুলনামূলক বেশি। তাই আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে।
এর আগে ওমিক্রনকে ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যা প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়।
Leave a reply