‘ইসরায়েল হামলা চালানোর মতো ভুল করলে আমরা তাদের হাত কেটে নেব’

|

ছবি: সংগৃহীত।

ইরান সামরিক মহড়ার শেষ দিনে ইসরায়েলকে সতর্ক করে ১৬টি মিসাইল ছুড়েছে। একইসাথে ইসরায়েলকে হুমকি দিয়ে আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইসরায়েল হামলা চালানোর মতো ‘ভুল’ করলে আমরা তাদের হাত কেটে নেব।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মেহাম্মদ বাঘেরি রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন, সাম্প্রতিক সময়ে ইহুদি রাষ্ট্র ইসরায়েল যে হুমকি দিয়েছে তার জবাব দিতে পাঁচদিনের সামরিক মহড়া সাজানো হয়। এসময় তিনি বলেন, মহড়াতে ১৬টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনে সেগুলো ধ্বংস করে দিয়েছে।

আরব নিউজের প্রতিবেদনে জানা যায়, সোমবার (২০ ডিসেম্বর) ইরানের দক্ষিণে অবস্থিত বুশেহর অঞ্চলে মহানবী হযরত মুহাম্মদ সা. এর নামে পয়গম্বর-ই-আযম নামে পাঁচ দিনব্যাপী সামরিক মহড়া শুরু করে ইরান।

আরও পড়ুন: ভারতে আবারও ভেঙে পড়লো ‘ফ্লাইং কফিন’, পাইলটের মৃত্যু

সামরিক মহড়া নিয়ে আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, এই মহড়ার বার্তা মারাত্মক এবং ইহুদি রাষ্ট্র ইসরায়েলের কর্মকর্তাদের প্রতি বাস্তব সতর্কতা। এ ইরানের ওপর ইসরায়েল সামরিক পদক্ষেপের চিন্তা করলে আমাদের জবাব হবে ভয়াবহ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply