পঞ্চগড়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১২

|

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী মো. দেলোয়ার হোসেন ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের ত্রিশুলিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পঞ্চগড় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী (মোটর সাইকেল প্রতীক) মো. সাইদুর রহমানের ছেলে মাজেদুর রহমান বকুল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল আমিনসহ উভয়পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছে। আহতরা বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ গোলাম মোস্তফা বলরামপুর ইউনিয়নের ত্রিশুলিয়া গ্রামের দেলোয়ার হোসেন মুন্সির বাড়িতে যান। এসময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. দেলোয়ার হোসেনের সমর্থকরা ওই বাড়ি ঘেরাও করে অধ্যক্ষ গোলাম মোস্তফাকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে মাজেদুর রহমান বকুল ও আব্দুল্লাহ আল আমিন মোটরসাইকেলে ১০/১২ জন কর্মী অধ্যক্ষ গোলাম মোস্তফাকে উদ্ধার করতে সেখানে যান।

এসময় আকস্মিক নৌকার সমর্থকরা তাদের ওপর লাঠিসোটা, গাছের ডালপালা দিয়ে হামলা চালায়। এসময় এরাও দেলোয়ার মুন্সির বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর বাড়ির লোকজন গেট লাগিয়ে দিলে ক্ষুব্ধ নৌকার সমর্থকরা ওই বাড়িতে ঢিল ছুড়ে ও হামলা চালিয়ে জানালা দরজা ভাংচুর করে। খবর পেয়ে আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply