আইসক্রিম না দেয়ায় দোকানের সব ফ্রিজ ভাঙলেন ক্রেতা

|

ছবি: সংগৃহীত।

শিশুদের আইসক্রিম না দেয়া হলে তার প্রতিক্রিয়া কী হতে পারে, মুম্বাইয়ের শহরতলি ভাসির এক ব্যক্তি সেটা দেখালেন। দোকানি আইসক্রিম বিক্রি করতে না চাওয়ায় ওই ব্যক্তি দোকানের সব আইসক্রিম নষ্ট করে দিয়েছেন। মধ্য রাতে সংঘটিত এই ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্বিম মুম্বাইয়ের ভাসি কুল শহরের একটি ওষুধের দোকানে আইসক্রিমও বিক্রি কর হতো। ১৯ ডিসেম্বর রাত দুইটা ১৫ মিনেট এক ব্যক্তি ওই দোকানে আইসক্রিম কিনতে যান। তার সাথে এক কিশোরী ও ছোট আরেক শিশুকেও দেখা যায়। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, ওই ব্যক্তি দোকানির সাথে কথা বলছেন। কিন্তু দোকানি আইসক্রিম বিক্রি করতে অস্বীকৃতি জানান।

দোকানির সাথে কথা বলার পর ক্রেতাকে আইসক্রিম রাখা ফ্রিজের দিকে যেতে দেখা যায়। সাথে থাকা শিশুদের তিনি এক পাশে দাঁড়াতে বলেন। ওই ওই ব্যক্তি দোকানিকে আইসক্রিম দিতে শেষ বারের মতো হুঁশিয়ারি দেন।

আইসক্রিমক্রেতা দোকানির সাথে কথা বলার সময় ধাতব একটি ফ্রেম দু’হাতে উঁচু করে ধরেন। এরপর তিনি সেটা দিয়ে উপুর্যপুরি আইসক্রিম রাখা ফ্রিজে সাজারো আঘাত করেন। পরপর তিনটি ফ্রিজ তিনি এভাবে আঘাত করে ভেঙে ফেলেন। এরপর ধাতব বস্তুটি ফেলে দিয়ে রাগান্বিতভাবে চলে যান।

আরও পড়ুন: সন্তান জন্ম দিলেই মিলবে ২৬ লাখ টাকা ঋণ

এনডিটিভির খবরে বলা হয়েছে, মুম্বাইয়ের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে হওয়ায় ফ্রিজে থাকা সব আইসক্রিম নষ্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় মানিকপুর পুলিশ স্টেশন একটি মামলা রেকর্ড করেছে। পুলিশ ওই ব্যক্তিকে খুঁজছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply