প্রথমবারের মতো চীনের সাথে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে সৌদি আরব

|

ছবি: সংগৃহীত।

এবার চীনের সহযোগিতায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে সৌদি আরব। মার্কিন গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন। এতে বলা হয় বেইজিংয়ের কারিগরি সহায়তায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কাজ জোর গতিতে শুরু করেছে রিয়াদ। এ সংক্রান্ত বেশ কিছু স্যাটেলাইট ছবিও প্রকাশ করা হয়েছে।

এর আগে, সৌদি আরব চীনের কাছ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনেছে বলে জানা যায়। কিন্তু নিজ দেশে এ ধরণের অস্ত্র তৈরির প্রচেষ্টা এই প্রথম। সৌদি আরবের এ পদক্ষেপ মধ্যপ্রাচ্যজুড়ে নতুন প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে, বাইডেন প্রশাসন ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করতে যে আলোচনা চালাচ্ছে, তার ওপর প্রভাব ফেলবে সৌদি আরবের এ কর্মসূচি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply