‘অনেক বকাবকি করেছি, ক্ষমা করিস’ বোনদের লিখে আত্মঘাতী ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র

|

ছবি: সংগৃহীত।

‘তোদের অনেক বকাবকি করেছি, আমাকে ক্ষমা করে দিস’, বোনদের লিখে ১২ তলা বিশিষ্ট বহুতলভবন থেকে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন ভারতের একজন শিক্ষার্থী। হায়দরাবাদের ভিএনআর বিজ্ঞান জ্যোতি ইন্সস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের ছাত্র ছিলেন শিবা নাগু (১৮)। সেখানকার ছাত্রবাসেই থাকতেন শিবা। খবর ইন্ডিয়া টুডের।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ভারতের অন্ধ্রপ্রদেশের নাগারকুর্নুল জেলা এ ঘটনা ঘটে। নিহত এই শিক্ষার্থীর মরদেহের সাথে একটি সুইসাইড নোট পাওয়া যায়। সেখানে বোনদের উদ্দেশ্যে বার্তা ছাড়াও লেখা ছিল ‘বাবা-মা তোমাদের খুব ভালোবাসি’।

প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। জানা গেছে, এর আগে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছে শিবা। এতে বোঝা যায় অনেক আগে থেকেই হতাশায় ভুগতেন শিবা। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

আরও পড়ুন: চিড়িয়াখানায় মাচানে গলা আটকে মারা গেল জিরাফ

এদিকে, শিবার পরিবার ও বন্ধুদের একাংশের দাবি, পড়াশোনার অতিরিক্ত চাপের কারণেই আত্মহত্যা করেছেন এই যুবক। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কলেজের ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিবার সহপাঠীরা। তবে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

নিহতের লাশ এরই মধ্যে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত চিঠিটিও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ফরেনসিক ল্যাবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply