জন্মের পর বাবাকে চোখে দেখেনি ছোট মেয়ে। প্রায় ৩ যুগ আগে নিরুদ্দেশ বাবাকে মনে নেই আড়াই বছরের বড় মেয়েরও। স্বামীর আশা ছেড়ে একাই সংসারের হাল ধরেছিলেন মা। ৩৫ বছর পর হঠাৎ করেই সন্ধান মেলে নিখোঁজ সেই ব্যক্তির। সম্প্রতি ফিরেছেন স্ত্রী-সন্তানের কাছে। তাকে কাছে পেয়ে আনন্দিত স্বজনরা।
হবিগঞ্জ শহরের কোর্টস্টেশন এলাকার ছোট্ট একটি ঘরে থাকেন জরিনা বেগম। প্রায় ৩ যুগ আগে ভাইদের সাথে দ্বন্দ্বের জেরে নিরুদ্দেশ হন ছোট বহুলা গ্রামের আব্দুল হক। প্রতিবন্ধী শিশুকন্যাকে নিয়ে বিপাকে পড়েন অন্তঃসত্ত্বা জরিনা। বহু কষ্টে দুই মেয়েকে বড় করেছেন, বিয়েও দিয়েছেন। কিছুদিন আগে হঠাৎ খোঁজ মেলে নিখোঁজ আব্দুল হকের।
বাবাহীন পৃথিবীতে অভাব আর মায়ের কষ্ট দেখেই বড় হয়েছে দুই মেয়ে। জীবনভর দুঃখ আর চড়াই-উৎরাই পেরিয়ে এখন দু’জনেই সংসারি। বাবাকে ফিরে পেয়ে আনন্দিত তারা।
আরও পড়ুন: ঘর পরিষ্কার না করায় বউয়ের সাথে রাগ করে ২৭ বছর বাড়িছাড়া জহর উদ্দিন (ভিডিও)
স্ত্রী-সন্তান ছেড়ে নিরুদ্দেশের পর কুমিল্লায় বসবাস শুরু করেন আব্দুল হক। সেখানে স্ত্রী-সন্তানও রয়েছে তার। কিছুদিন আগে হবিগঞ্জের এক ব্যক্তি ওই এলাকায় গেলে সন্ধান পান তার। যোগাযোগ হয় জরিনা বেগমের সাথে। শেষ পর্যন্ত হবিগঞ্জ ফেরেন আব্দুল হক।
Leave a reply