জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ আর নেই

|

সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত সিনিয়র সাংবাদিক, ইংরেজি পত্রিকা দ্য টু-ডে এর সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ আর নেই। আজ শনিবার (২৫ ডিসেম্বর) ১ টা ৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রিয়াজ উদ্দিন আহমেদকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে গত ১৮ ডিসেম্বর ভর্তি করা হয়েছিল। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

১৯৪৫ সালে নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দী গ্রামে রিয়াজ উদ্দিন আহমেদের জন্ম হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে অর্থনীতিতে এমএ এবং ১৯৭২ সালে এলএলবি পাস করেন। স্নাতকোত্তর পাস করে ১৯৬৮ সালে পাকিস্তান অবজারভারে যোগ দেয়ার মাধ্যমে সাংবাদিকতায় আসেন রিয়াজ উদ্দিন আহমেদ। গণহত্যার প্রতিবাদে ১৯৭১ সালের ২৫ মার্চ অবজারভার ছাড়েন তিনি।

স্বাধীনতার পর আবারও দৈনিকটিতে যোগ দিয়ে ১৯৯০ সাল পর্যন্ত কাজ করেন রিয়াজ উদ্দিন আহমেদ। ১৯৭৩ সালে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। পরের ২৫ বছরে তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব, সভাপতি এবং প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। রিয়াজ উদ্দিন আহমেদ ১৯৯৩ সালে সাংবাদিকতায় অবদানের জন্য একুশে পদক লাভ করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply