দু’দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি পুনরায় চালু

|

হিলি স্থলবন্দরে প্রবেশ করতে শুরু করেছে পণ্যবাহী পরিবহন।

হিলি প্রতিনিধি:

টানা ২দিন বন্ধ থাকার পর রোববার (২৬ ডিসেম্বর) সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বানিজ্য পুনরায় চালু হয়েছে। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন এবং শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন
মিলিয়ে টানা দু’দিন বন্ধ ছিলো হিলি স্থলবন্দরের সকল প্রকার কার্যক্রম।

এদিকে, বন্দরের আমদানি-রফতানি চালু হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য পরিবহনে আসা ট্রাকগুলো সকাল থেকে বন্দরের বিভিন্ন পয়েন্টে ভিড়তে শুরু করেছে। পানামা হিলি পোর্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, সকাল থেকে শ্রমিকরা বন্দরে প্রবেশ করতে শুরু করেছেন। ট্রাকে পণ্য উঠা-নামা ও ছাড় করণের কাজ শুরু হয়েছে এরই মধ্যে। বন্দরের আমদানি-রফতানি চালু হওয়ায় বন্দর এলাকায় চাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply