ফেনী প্রতিনিধি:
ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিণ চরচান্দিয়া হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে মা ও শিশুসহ ১১ জন গুলিবিদ্ধ হয়েছে।
আজ রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- শিশু আসমা আক্তার ও তার মা ফাতেমা আক্তার, মিজান, ইউসুফ, ফকির, শিপন, ইসমাইল, ছিদ্দিক, নবী, মিয়া সাহেব ও রাজ। শিশু আসমা আক্তার ও তার মা ফাতেমা আক্তারসহ ৬ জন সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দক্ষিণ চরচান্দিয়া হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে মেম্বার প্রার্থী ওমর ফারুক সজিবের পক্ষের লোকজন কেন্দ্র দখল করতে চাইলে তার প্রতিপক্ষ মেম্বার প্রার্থীর সমর্থকরা বাধা দেয়। এসময় ওমর ফারুক সজীবের পক্ষের লোকজন গুলি ছোঁড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।
দক্ষিণ চর চান্দিয়া হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার টিটু রঞ্জন দাস জানান, কেন্দ্রের বাইরে গুলির ঘটনা ঘটেছে। তবে কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটগ্রহণ স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে। এই কেন্দ্রে ৬ জন মেম্বার প্রার্থী রয়েছে। তাদের মধ্যে বিরোধ রয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অংপ্রু মারমা জানান, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভোটগ্রহণ স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে। পুলিশ-বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচুর পরিমাণে মজুদ রয়েছে। গুলির ঘটনা শুনে আমি ঘটনাস্থলে এসেছি।
তবে অভিযুক্ত ওমর ফারুক সজিব বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানিনা।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল কুদ্দুস জানান, গুলির ঘটনায় ৬ জন স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিল। এখান থেকে পাঁচজনকে ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জেডআই/
Leave a reply