নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার অংশ হিসেবে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) দায়িত্বপ্রাপ্ত কার্যকরী সভাপতি আহভি আহমেদের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল আজ রোববার (২৬ ডিসেম্বর) আলোচনায় অংশ নেয়। এতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে রাজনৈতিক দলটি সাত দফা প্রস্তাব তুলে ধরেন।
এসব প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন এবং দক্ষ, সৎ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়ে নির্বাচন কমিশন গঠন। নির্বাচন কমিশনকে একটি জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতেও প্রস্তাব পেশ করা হয়েছে।
ন্যাপের পক্ষ থেকে আলোচনার এই উদ্যোগ নেয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে ন্যাপের প্রতিনিধি দলকে স্বাগত জানান। আলোচনায় রাষ্ট্রপতি বলেন, নির্বাচন কমিশন গঠন একটি সাংবিধানিক দায়িত্ব। একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনই এ আলোচনার মূল উদ্দেশ্য।
এমএন/
Leave a reply