চতুর্থ ধাপে ইউপি নির্বাচন: আওয়ামী লীগ ৩৯৬, স্বতন্ত্র ৩৯০

|

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগকে ছুঁয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। ফলাফলের হারে আওয়ামী লীগ ৫০ শতাংশ আর স্বতন্ত্র ৪৯ শতাংশ। ইসি সূত্রে এমন তথ্য জানা গেছে। অবশ্য আওয়ামী লীগ বলছে, জয় পাওয়া স্বতন্ত্র প্রার্থীদের অধিকাংশই দলটির বিদ্রোহী প্রার্থী।

প্রসঙ্গত, রোববার (২৬ ডিসেম্বর) সহিংস পরিস্থিতির মধ্যেই চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউপি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরমধ্যে ৪৮টি ইউপিতে বিনা প্রতিদ্বন্ধিতায় চেযারম্যান নির্বাচিত হওয়ায় ওইসব ইউপিতে এ পদে ভোট হয়নি। আবার বেশ কিছু ইউপিতে ফলাফল স্থগিত আছে।

এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জিতেছে ৩৯৬টিতে, স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছে ৩৯০টি ইউপিতে, জাতীয় পার্টির ৬ জন প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশের ২ জন, জাতীয় পার্টি (জেপি) ও জাকের পার্টির ১ জন করে প্রার্থী জয়ী হয়েছেন।

এমএন/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply