মিয়ানমারে সেভ দ্য চিলড্রেনের ২ কর্মী নিখোঁজ

|

ছবি: সংগৃহীত

মিয়ানমারে সেনাবাহিনীর ভয়াবহ হামলায় নিখোঁজ রয়েছেন আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের ২ কর্মী। পূর্বাঞ্চলীয় কায়াহ রাজ্যে চালানো হামলায় এখন পর্যন্ত ৩০টির বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। যদিও বিবৃতিতে সেভ দ্য চিলড্রেন বলছে নিহতের সংখ্যা ৩৮।

সংস্থাটি জানায়, মিয়ানমারের নাগরিক ওই দুই কর্মী ছুটি কাটাতে বাড়িতে গিয়েছিলেন। সেনা হামলায় তাদের ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে দেয়ার প্রমাণও মিলেছে বলে বিবৃতিতে জানানো হয়। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন।

গেলো কয়েকদিন ধরেই কারেন বিদ্রোহীদের লক্ষ্য করে অভিযান চালিয়ে আসছে মিয়ানমারের সামরিক জান্তা। বিদ্রোহীরা জানায়, হতাহতদের মধ্যে তাদের কোনো সদস্য নেই। উদ্ধার হওয়া মরদেহগুলোর বেশিরভাগই বৃদ্ধ, নারী এবং শিশুদের।
আরও পড়ুন: বুরকিনা ফাসোতে সশস্ত্র বাহিনীর হামলায় ৪১ জন নিহত
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply