অভিযান-১০ লঞ্চের মালিক গ্রেফতার

|

হাম জালাল শেখ। ছবি: সংগৃহীত

ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি অভিযান-১০’ লঞ্চে অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় নৌযানটির মালিক হাম জালাল শেখকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২৭ ডিসেম্বর) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে অগ্নিকাণ্ডের ঘটনায় লঞ্চের চার মালিকসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার মেরিন আদালত। নৌ অধিদফতরের পক্ষ থেকে কর্তব্য অবহেলার একটি মামলা আমলে নিয়ে নৌ আদালতের বিচারক (স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) জয়নাব বেগম তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
আরও পড়ুন: অভিযান-১০ লঞ্চের মালিকসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে আগুন লাগে। ঝালকাঠি জেলার সদর উপজেলার ৮ নং গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান চ্যানেলের আশেপাশে এ দুর্ঘটনা ঘটে। সর্বশেষ মরদেহ নিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত এ দুর্ঘটনায় মারা গেছেন ৩৯ জন। হাসপাতালে ভর্তি আছেন আরও অনেকে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply