অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনা: নিখোঁজদের শনাক্তে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু

|

স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করছেন ফরেনসিক দল।

এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ শুরু করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঝালকাঠি। ঢাকা থেকে আসা ৩ সদস্যের ফরেনসিক দল, বরিশালের ক্রাইমসিন এবং ঝালকাঠি সিআইডির সদস্যরা এ নমুনা সংগ্রহ করছেন।

সিআইডির অতিরিক্ত আইজিপির নির্দেশে এই কার্জক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন ঝালকাঠি সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার অরিত সরকার। এখন পর্যন্ত এ দুর্ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ৪০ জন এবং রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ৫০ জনের স্বজন হারা তালিকা রয়েছে।

আরও পড়ুন: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ সহপাঠিদের

এদিকে, ঘটনার ৪ দিন পর নমুনা সংগ্রহ করায় এবং একই সাথে বরগুনায়ও নমুনা সংগ্রহ করার কারণে খুব বেশি সাড়া মেলেনি এ কার্যক্রমে। সর্বশেষ ২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। সিআইডির পক্ষ থেকে জানানো হচ্ছে, নমুনা সংগ্রহের ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে রিপোর্ট পাওয়া গেলে পরিচয় নিশ্চিত হওয়া যাবে। সোমবার রাত ৮টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে এবং প্রয়োজনে মঙ্গলবারও চলবে এ কার্যক্রম।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply