নারায়ণগঞ্জ দুর্ঘটনা নিয়ে তদন্ত কার্যক্রম শুরু

|

নারায়ণগঞ্জে বাস ও ট্রেনের সংর্ঘষে চারজন নিহত হওয়ার ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি।

সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে কাজ শুরু করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের গঠিত ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। বিকেলে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী স্বাক্ষ্য দিয়েছেন। কার অবহেলায় শহরের ১নং রেলগেইট ফলপট্টি এলাকায় ট্রেন ও বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতেই প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষ্য গ্রহণ করেছে তদন্ত কমিটি।

কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক মোসাম্মৎ রহিমা আক্তার বলেন, পরবর্তি সময় যেন এমন দুর্ঘটনা আর না ঘটে সেটি মাথায় রেখেই তদন্ত প্রতিবেদন তৈরি ও সুপারিশ করা হবে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ তুলে ধরে সরকারের উচ্চ পর্যায়ে সুপারিশ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপারমো. নাজমুল, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন ও স্টেশন মাস্টার কামরুল ইসলাম।

নারায়ণগঞ্জে রেলক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে প্রাণ গেছে এক শিশুসহ ৪ জনের। এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বেও ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে প্রতিবেদনটি পড়ুন এখানে

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply