২০২১ সালে পানামায় জব্দ হয়েছে রেকর্ড পরিমাণ মাদক

|

ছবি: সংগৃহীত

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ২০২১ সালে মধ্য আমেরিকার দেশ পানামায় জব্দ হয়েছে রেকর্ড পরিমাণ মাদকদ্রব্য।

রোববার (২৬ ডিসেম্বর) এক বিবৃতিতে পানামার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২১ সালে পানামায় ১২৬ টন মাদক জব্দ হয়েছে, যার সিংহভাগই কোকেন। বিবৃতিতে আরও বলা হয়, পানামায় ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে যথাক্রমে ৭৬.৮ টন, ৮৬.৮ টন ও ৮১.৭ টন মাদক উদ্ধার হয়। আগের তিন বছরের চেয়ে ২০২১ এ পানামায় অনেক বেশি পরিমাণ মাদক উদ্ধার হয়েছে, যা একটি রেকর্ড।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পানামার জাতীয় নৌ বিমান সেবা কর্তৃপক্ষ প্রশান্ত মহাসাগরীয় ও ক্যারিবীয় উপকূলের বিভিন্ন স্থান ও বিমানবন্দরে অভিযান চালিয়ে মোট ৮৬৩৩২ প্যাকেট মাদক উদ্ধার করেছে। পানামার পুলিশ বাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে ২৯৫২৫ প্যাকেট মাদক। আর দেশটির সীমান্ত নিরাপত্তা বাহিনী উদ্ধার করেছে ১১০১১ প্যাকেট মাদক। এসময় মাদক চোরাচালানের সাথে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার করা হয় ৭১০ জনকে, আর ২০২১ সালে দেশব্যাপী মাদকবিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনীর হাতে জব্দ হয়েছে ১ কোটি ২০ লাখ ডলার সমপরিমাণ অর্থ।

এছাড়া অঞ্চলভেদে সর্বোচ্চ পরিমাণ মাদক জব্দ হয়েছে পানামার উত্তরের কোলন অঞ্চল থেকে। এ ছাড়া পশ্চিমের চিরিকিউ থেকে ২০ টন ও পানামা প্রদেশ থেকে ১৮ টন মাদক জব্দ হয়েছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply