সু চির বিরুদ্ধে মামলার রায় স্থগিত

|

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে দায়ের করা দুই মামলার রায় ঘোষণা ১০ জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। দেশটির সামরিক আদালতে এই সিদ্ধান্ত হয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে একটি লাইসেন্সবিহীন ওয়াকিটকি রাখার অভিযোগেও একটি মামলা রয়েছে। সোমবার এই মামলার রায় দেওয়ার কথা ছিল আদালতের।

সু চির বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করেছে দেশটির জান্তা সরকার। আইন বিশেষজ্ঞদের শঙ্কা, সব অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার সম্মিলিতভাবে ১০০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে।

যদিও তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন সু চি। বাকি মামলাগুলোর মধ্যে উসকানি ও করোনোর বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে দুই বছরের সাজা ভোগ করছেন তিনি।

আরও পড়ুন : বুরকিনা ফাসোয় সশস্ত্র হামলায় নিহত ৪১

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply