দুর্নীতির অভিযোগে বরখাস্ত সোমালিয়ার প্রধানমন্ত্রী

|

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সোমালিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ হোসেন রোবলকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট। এছাড়াও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে নৌবাহিনীর প্রধানকেও।

প্রেসিডেন্ট আব্দুল্লাহি মোহাম্মদের কার্যালয় সোমবার (২৭ ডিসেম্বর) এই সিদ্ধান্তের কথা জানায়। বিবৃতিতে বলা হয়, জমি দখলের মামলার তদন্তে হস্তক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী। দুর্নীতির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে তাকে।

প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তকে পরোক্ষ অভ্যুত্থান আখ্যায়িত করেছেন দেশটির এক মন্ত্রী। সোমালিয়ার চলমান পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিলম্বের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন প্রেসিডেন্ট।

১ নভেম্বর শুরু হওয়া নির্বাচন শেষ হওয়ার কথা ছিল ২৪ ডিসেম্বর।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply