মাদার তেরেসার চ্যারিটির ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ভারত

|

মাদার তেরেসার মিশনারিজ অব চ্যারিটির সব ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ভারত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দাতব্য সংস্থাটির বৈদেশিক অনুদান নীতিমালার লাইসেন্স নবায়নে অনুমোদন দেয়া হয়নি।

ফলে আগামী ৩১ ডিসেম্বরের পর থেকে এর রেজিস্ট্রেশন আর বৈধ থাকবে না। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি সংস্থাটির কর্মকর্তারা। সম্প্রতি গুজরাটে বিতর্কে জড়ায় মাদার তেরেসার সংস্থা। জোর পূর্বক ধর্মান্তরকরণের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এর জেরে মোদির রাজ্যে চ্যারিটির বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়।

১৯৫০ সালে কলকাতায় মাদার তেরেসা মিশনারিজ অব চ্যারিটি যাত্রা শুরু করে। দেশটির বাইরেও বহু জায়গায় সক্রিয় এই চ্যারিটি। ভারতে ২৪৩টি হোম রয়েছে সংস্থার। মোদি সরকারের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

আরও পড়ুন : ২৬ বছর ধরে ট্রাক চালাচ্ছেন যে নারী

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply