ব্রাজিলে কয়েক দিনের বন্যায় নিহত অন্তত ২০

|

ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় বাহিয়া রাজ্যে গেলো কয়েক দিনের ভয়াবহ বন্যায় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

নভেম্বরে টানা বৃষ্টিপাতের কারণে দেশটির বিভিন্ন শহরে বন্যা দেখা দেয়। এর মধ্যে গত শনিবার ইতাম্ব শহরের একটি বাঁধ ভেঙে যায়। এর পরই অবনতি হতে শুরু করে বন্যা পরিস্থিতি। এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ বাসিন্দা। তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক। ভেঙে গেছে ব্রিজসহ বহু সংযোগ সড়ক ব্যবস্থা। বাহিয়া রাজ্যের সাথে অন্য শহরগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রাজ্যের ৭২টি পৌরসভায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পানিবন্দি হয়ে পড়া হাজার হাজার মানুষকে উদ্ধারে চালু করা হয়েছে জরুরি সেবা। সহায়তা করছে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply