ড্রেন ও টয়লেটের পানির সাথেই বসবাস, সংশ্লিষ্টদের দায়সারা অযুহাতে বাড়ছে দুর্ভোগ

|

ঘর ও আঙ্গিনায়ও প্রবেশ করছে নোংরা পানি।

ড্রেনের ময়লা-আবর্জনা, দুর্গন্ধযুক্ত কালো কুচকুচে পানিতে দুই বছর ধরে গৃহবন্দি খুলনার খালিশপুরের বাস্তুহারা এলাকার প্রায় ৩০০ পরিবার। নিস্কাশনের পরিকল্পিত ব্যবস্থা না থাকায় ঘনবসতিপূর্ণ এলাকার মানুষের তাই গ্রীষ্ম, বর্ষা, শীতসহ সব মৌসুমেই নোংরা পানির সাথে বসবাস। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি পানিবন্দি পরিবারের সদস্যরা মানবেতর জীবন যাপন করছেন।

নিস্কাশন ও ব্যবস্থাপনার অভাবে দুর্গন্ধযুক্ত, নোংরা পানি দেদারছে প্রবেশ করে ঘরে। গণশৌচাগার ব্যবহারের ফলে কোনটা টয়লেটের আর কোনটা নলকূপের পানি তা বোঝা দায়। এই পানি ব্যবহারের ফলে নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে বাসিন্দারা।পানির কারণে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না এখানে। অসাবধানতায় ড্রেনে পড়ে এরইমধ্যে আহত হয়েছেন বেশ কয়েকজন।

স্থানীয়রা বলছেন, ময়লা আর বালু পড়ে এলাকার সবকটি ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় পানি নিস্কাশনের পথ বন্ধ। বারবার জনপ্রতিনিধিকে জানিয়ে মেলেনি প্রতিকার। অবশ্য অভিযোগ মানতে নারাজ স্থানীয় কাউন্সিলর। দিলেন অজুহাত আর সীমাবদ্ধতার ফিরিস্তি। জনদুর্ভোগ তাই কমার লক্ষণ নেই।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply