জয়নাল হাজারীর প্রথম জানাজা সম্পন্ন

|

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন হাজারীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজায় যোগ দেন দলের নেতাকর্মীরা। জানাজা শেষে মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সদস্যরা। এরপর মরদেহ ফেনিতে নিয়ে যাওয়া হবে এবং বাদ আসর ফেনী পাইলট স্কুল মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় মুজিব উদ্যানে তাকে দাফন করা হবে।

সোমবার বিকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জয়নাল হাজারী। দেশের একজন আলোচিত ও সমালোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি বেশি পরিচিত ছিলেন। ১৯৪৫ সালে জন্ম নেয়া জয়নাল হাজারী আজীবন আওয়ামী লীগের সাথেই যুক্ত ছিলেন। ১৯৮৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত দুই দশক ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply