‘র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রয়োজনে যুক্তরাষ্ট্রে আইনজীবী নিযুক্ত করা হবে’

|

ছবি: সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) ও এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা চালাচ্ছে সরকার। প্রয়োজনে এ কাজে যুক্তরাষ্ট্রে আইনজীবী নিযুক্ত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে সচিবালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে একথা জানান পররাষ্ট্র সচিব।

তিনি জানান, আমরা শর্ত মেনে সামরিক ও নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রের সহায়তা নিতে নীতিগতভাবে সম্মত। তবে ভবিষ্যতে নিষেধাজ্ঞার মতো বিষয়ে আগাম আলোচনা ও প্রাপ্ত তথ্যের উৎস যাচাই বাছাই করার কথা বলা হবে। এ অবস্থানের কথা উল্লেখ করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ওয়াশিংটনকে চিঠি পাঠানো হবে।

উক্ত আলোচনায় স্বরাষ্ট্র সচিব, আইনসচিব ছাড়াও সশস্ত্র বাহিনী বিভাগ ও র‍্যাবসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। এ বিষয়ে দ্রুতই আরেকটি বৈঠক হবে বলেও জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply