নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন দারুণ পারফর্ম করেছে বাংলাদেশি পেসাররা। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের রাহি-তাসকিনদের দাপটে ৫ উইকেটে ৭১ রান করেছে নিউজিল্যান্ড একাদশ। আবু জায়েদ রাহি ৩ এবং তাসকিন নিয়েছেন ২ উইকেট।
মাউন্ট মঙ্গানুইতে ১ জানুয়ারি প্রথম টেস্টের আগে ম্যাচের ভেন্যু বে ওভালে দুই দিনের প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) মাঠে নামে বাংলাদেশ। প্রতিপক্ষ ডেভন কনওয়ের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড একাদশ। ম্যাচের শুরুতেই দারুণ বল করেন আবু জায়েদ ও তাসকিন। ষষ্ঠ ওভারে লুক জর্জেসন আর ডেভন কনওয়েকে ফেরান আবু জায়েদ। পরের ওভারে তাসকিন বাড়তি বাউন্স ও পেসে জ্যাকব কামিংকে ফেরালে ৮ রানেই তৃতীয় উইকেট হারায় স্বাগতিক দলটি।
আরও পড়ুন: ইনিংস ও ১৪ রানে হারলো ইংল্যান্ড
ম্যাচে তিন দফা বাধা দেয় বৃষ্টি। থেমে থেমে খেলা হলেও রাহি ও তাসকিন ধরে রাখেন সাফল্য। ৯ ওভারে ২৭ রান দিয়ে তিন উইকেট নেন আবু জায়েদ। তাসকিন আহমেদ ২৬ রান খরচায় নিয়েছেন দুই উইকেট। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম কোনো উইকেট না পেলেও কন্ডিশন অনুযায়ী চমৎকার বোলিং করেছেন। ৫ ওভার বোলিং করে ৩ মেইডেন দিয়ে মাত্র ৬ রান দিয়েছেন এই পেসার। আরেক পেসার শহিদুল ইসলাম ৫ ওভারে ২ মেডেন নিয়ে দিয়েছেন ১২ রান।
আরও পড়ুন: ইউসুফকে টপকে রেকর্ড গড়া হলো না রুটের
এম ই/
Leave a reply