সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল

|

ছবি: সংগৃহীত।

সিরিয়ার প্রধান বন্দরনগরী লাতাকিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এ নিয়ে এই মাসে দ্বিতীয়বারের মতো সিরিয়ায় হামলা চালালো দেশটি।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে বন্দরের কন্টেইনার ডিপোতে চালানো হয় এ হামলা। এরপরই আগুন ধরে যায় ডিপোর একটি অংশে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দেশটির ফায়ার সার্ভিস। হামলাস্থল থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে রাশিয়ার সামরিক ঘাঁটি অবস্থিত।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দামেস্ক। হামলায় কোনো হতাহত হয়েছে কি না সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ক্ষয়ক্ষতি মূল্যায়নে কাজ করছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: কাজাখস্তান থেকে মহাকাশে একদিনে ৩৬টি স্যাটেলাইট পাঠালো ওয়ানওয়েব

২০১১ সালে সিরিয়ায় অস্থিরতা বিরাজ করার পর হতেই নানা সময় দেশটিতে বিমান মহড়া চালায় ইসরায়েল। বেশিরভাগ সময়ই তাদের লক্ষ্যবস্তু হয় সিরিয়ার সরকারি বাহিনী অথবা ইরান সমর্থিত কয়েকটি গোষ্ঠী এবং লেবাননভিত্তিক দল হিজবুল্লাহ।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply